খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড মিশ্রি গোলা গ্রামের বাসিন্দা মো. সোহেল দুই শিশু কন্যার বাবা। তারমধ্যে সিমি আক্তারের বয়স দেড় বছর ও সুমাইয়া আক্তারের বয়স ৬ বছর। জন্ম থেকেই তারা হার্টে ছিদ্র নিয়ে জন্মেছেন।
জানা যায়, সোহেল পেশায় একজন দর্জি। সেতাবগঞ্জ রেলগেট সংলগ্ন স্থানে তার দোকান। চিকিৎসক বলেছেন তাদের অপারেশন করতে হবে। সেই অপারেশনে প্রায় ৫ লাখ টাকা খরচ হবে। অপারেশন করতে হবে ভারতে। দরিদ্র সোহেল অনেক কষ্ট করে দুই শিশু এবং তার পরিবারের ভিসা পাসপোর্ট করার পাশাপাশি ১ লাখ ৫০ হাজার টাকা জোগাড় করেছেন।
অবশিষ্ট ৩ লাখ ৫০ হাজার টাকা সে জোগাড় করতে পারছে না। তিনি সমাজের বিত্ত ও হৃদয়বান মানুষসহ সকল শ্রেণির মানুষের কাছে তার এই অবুঝ শিশু কন্যাদের বাঁচানোর জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। অবশিষ্ট টাকা জোগাড় হলে তিনি আগামী ১০ অক্টোবর ভারতের উদ্দেশে রওনা হবেন। কোন সহৃদয়বান ব্যক্তি যদি এই শিশু দুটিকে বাঁচাতে আর্থিক সহযোগিতা করতে চান তাহলে ০১৮২৫৬৭১৭৭৭ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন শিশু দুইটির বাবা।
সোহেল বলেন, আপনাদের সামান্য সহযোগিতাও এই নিষ্পাপ শিশু দুটির প্রাণ বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দয়া করে কেউ অবহেলা করবেন না। আমার মেয়ে দুইটিকে বাঁচান।