
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের হালিশহরে চুরি হওয়া একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টায় চুরি মামলার ঘটনায় তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অভিযান পরিচালনা করে পুলিশ।
সিএমপির আকবরশাহ্ থানাধীন সেভেন মার্কেট এলাকায় ঘটনায় জড়িত একজন আসামি মো. ইসমাইল (২১)-কে গ্রেফতার করেন। ধৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট থানার সেভেন মার্কেট মোড়ে অবস্থিত কম্পিউটার টেকনোলজি নামক দোকানে অভিযান পরিচালনা করে দোকানের মালিক মো. ইসমাইল রাহি (২৮)-এর হেফাজত থেকে ৪টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
আসামি মো. ইসমাইল (২১) গত ২৫ মে নগরীর পিসি রোডস্থ সবুজবাগ রেইনবো কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে রাখা কাভার্ডভ্যানের তালা খুলে গাড়ির ভিতর থেকে ৫টি ল্যাপটপ চুরি করে পালিয়ে যায়। পরবর্তীতে বাদী তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় উক্ত ল্যাপটপ খোঁজাখুঁজি করে না পেয়ে অজ্ঞাতানামা চোরের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা করে।