মারুফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ: জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর শাখার আয়োজনে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শহীদ সাটু হলে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আমীর হাফেজ গোলাম রাব্বানী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
সভায় বক্তব্য দেন, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. গোলাম কবির, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, পেশাজীবি সংগঠনের সভাপতি মো. মাইনুল ইসলাম, জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারি, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আবু বকর, জেলা জামায়াতের আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান।
আরও বক্তব্য দেন, রাজশাহী মহানগরীর আমীর ডা. মো. কেরামত আলী, জেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাসান, জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. মুখলেশুর রহমান।
আরও বক্তব্য দেন, শ্রমিক ফেডারেশনের সভাপতি মোজাম্মেল হক, মাওলানা মো. ওমর ফারুক, অধ্যাপক আবুল হাসান, জেলা ছাত্র শিবিরের শহর সভাপতি ওমর ফারুক।
সভায় বক্তারা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন। তাদের সময়ে গুম, খুনসহ সব ধরণের অপরাধের বিচার দাবি করেন।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল তার বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জে যারা বালুমহল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি করেন তাদের কঠোর হুঁশিয়ারি করেন।
এছাড়াও জেলার সকল জামায়াত, শিবির কর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করার আহবান জানান। এ ছাড়াও তিনি শাপলা চত্বর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ডসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন।