বৃহস্পতিবার, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাসিনার দোসরদের ছাত্রলীগের মতো নিষিদ্ধ করতে হবে: খন্দকার মাশুকুর রহমান

মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর: জুলুম, নির্যাতন, হত্যা ও চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে বর্তমান সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। স্বৈরাচার শেখ হাসিনার দোসর যেসব রাজনৈতিক দল আছে তাদেরও নিষিদ্ধ করতে হবে। খুনি হাসিনার দোসর তাদের এই মাটিতে রাজনীতি করার অধিকার নেই।

বুধবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কৃষকদল আয়োজিত জনসমাবেশ কেন্দ্রীয় বিএনপির কমিটির সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক এসব কথা বলেন।

এ সময় বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক সাংসদ শাহ জাফরকেও এ এলাকায় নিষিদ্ধ ঘোষণা করেন মাশুক। শাহ্ জাফর ফরিদপুর-১ আসনের চারবারের সাবেক এমপি।

শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়ে প্রধান অতিথি মাশুকুর রহমান বলেন, ফ্যাসিবাদী স্বৈরশাসক হাসিনাসহ তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার মাটিতে করা হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেত্মাতারা দেশেই রয়ে গেছে। তার সাঙ্গ-পাঙ্গরা দেশে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদদের এই বাংলার মাটিতে রাজনীতি করার অধিকার নেই। তারা সে অধিকার হারিয়ে ফেলেছেন।

উপজেলা কৃষকদলের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব এস এম কিবরিয়া স্বপন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র আব্দুস শুকুর শেখ, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকরাম হোসেন প্রমুখ।

এ সময় বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, সহসভাপতি খান আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহা, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, জেলা যুবদলের সহসম্পাদক ইমরান হুসাইন, সাতৈর ইউপি চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, আবুল বাসার বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর থেকে বিএনপি, কৃষকদলসহ দলটির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে জনসমাবেশ স্থলে জড়ো হতে থাকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ