খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। প্রতিদিন তাপমাত্রা কমছে আর সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। হিমেল বাতাসের কারণে জনজীবনে নেমে এসেছে কষ্টকর শীতের অনুভূতি।
সোমবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় মাত্র ২ কিলোমিটার।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, চলতি শীত মৌসুমে এটি এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন এই পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে বা সামান্য হ্রাস-বৃদ্ধি হতে পারে বলে তিনি জানান।
এদিকে ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।
সড়কে গাড়িগুলো ধীরগতিতে চলছে এবং হেডলাইট জ্বালিয়ে চলতে বাধ্য হচ্ছেন চালকেরা। বিশেষত সকালে সূর্যের দেখা না মেলায় কর্মজীবীদের ভোগান্তি আরো বেড়ে গেছে। শীতের তীব্রতা বৃদ্ধির ফলে স্থানীয় বাজারগুলোতে গরম পোশাকের চাহিদা বেড়েছে। বিশেষ করে শিশুদের জন্য গরম কাপড় কিনতে অভিভাবকদের ভিড় দেখা গেছে।
এই অবস্থায় দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।