
কৌশিক চৌধুরী, হিলি: দিনাজপুরের হিলিতে স্টেশন ডাঙ্গাপাড়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৫টি দোকানের মালামাল পুড়ে ছাই, এতে অর্ধ কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীদের।
গতকাল হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটে কর্মীদের ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে গেছে হার্ডওয়ার, মুদি ,ঔষধ, গ্যাসের সিলিন্ডার, পেট্রোল সহ পাঁচটি দোকানের মালামাল।
ব্যবসায়ীরা বলেন জানান, বেলা ৩টার দিকে হঠাৎ একটি পেট্রোলের দোকানে আগুনের ঘটনা ঘটে সে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে এতে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা বলেন, ফায়ার সার্ভিসকে খবর দিলে হিলি ও বিরামপুর থেকে দুইটি ইউনিট ঘণ্টা ব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে এ সময় মুদি, হার্ডওয়ার পেট্রোল পাস্টিকের ভাংড়ির দোকান সহ পাঁচটি দোকানে মালামাল পুড়ে যায।
হিলি স্থলবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবুল কাশেম আজাদ আজাদ বলেন, আমরা মুঠো ফোনের মাধ্যমে যান্তে পারি ডাঙ্গাপাড়া বাজারে আগুন লাগছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিলি ও বিরামপুর দুইটি ইউনিট ঘণ্টা ব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। আগুনের সুত্রপাত ধারনা করা হয়েছে বিদ্যুতের র্শট সার্কিট থেকে হতে পারে।











