কৌশিক চৌধুরী হিলি: জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময় এমন স্লোগান নিয়ে দিনাজপুরের হিলিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। পরে অতিথিরা মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী নিয়ে ১৩টি স্টল দিয়ে অংশ নেয়। মেলা সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে।
এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।