কৌশিক চৌধুরী, হিলি : দিনাজপুরের হিলিতে সরাসরি কৃষকদের কাছ থেকে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করা হয়েছে। উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক নির্বাচিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌরমেয়র জামিল হোসেন, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, হিলি এলএসডি গুদাম কর্মকর্তা জোসেফ হাসদা সহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলার ১১ হাজার ৪৪০ জন কার্ডধারী কৃষকের মধ্য থেকে উন্মুক্ত লটারির মাধ্যমে ২৫৭ জন কৃষক নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রত্যেক কৃষক ৩ টন করে ধান খাদ্যগুদামে সরবরাহ করতে পারবেন। ৩২ টাকা কেজি দরে উপজেলার ৭৭২ টন ধান সংগ্রহ করা হবে। ২৩ মে থেকে শুরু হয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই ধান ও গম সংগ্রহ অভিযান।