
কৌশিক চৌধুরী, হিলি: দিনাজপুরের হিলির চুড়িপট্টি এলাকা থেকে শাওন হোসেন ( ৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশ।
রোববার হিলির চুড়িপট্রি মোড় নামক স্থান বন্ধ থাকা দোকানের বরান্দায় পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তি হলেন পার্বতীপুর থানা পুরাতুন বাজার এলাকার রবিউল আলম ফটিকের ছেলে শাওন হোসেন।
হাকিমপুর থানা তদন্ত ওসি জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয়দের মারফত জানতে পারি চুড়িপট্রি এলাকায় একটি লাশ পড়ে আছে। ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করা হয়। খোঁজ-খবর নিয়ে জানতে পারি নিহত ব্যক্তির নাম শাওন। তার বাড়ি পার্বতীপুর থানা। শাওন প্রতিদিস হিলির চুড়িপট্রি এলাকায় নেশা করতে আসতেন। আজকেও বন্ধুসহ নেশা করতে আসেন । এসময় হঠাৎ করে শাওন মাথা ঘুরে পরে যায়। ওই সময় তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, শাওনের বাড়ির লোকজনের সাথে কথা বলা হয়েছে। তার পরিবারের লোকজন থানাতে আসছে। তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।












