
হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে যথাযথ মর্যাদায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সকাল এগারোটায় হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ দোয়া করা হয়।
এরপর দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক জসিমুল হক ডিটুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুন উর রশিদ হারুন।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, প্রচার সম্পাদক এনামুল হক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোর্শেদ, উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম, হাকিমপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মুহিত আহমেদ সহ অনেকে।