কৌশিক চৌধুরী, হিলি : নানা আয়োজনের মধ্যাদিয়ে দিনাজপুরের হিলিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতি হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার হাকিমপুর উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনবি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ইলতুতমিশ, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, থানার অফিসার ইনচার্জ ওসি সুজন মিয়া, বোয়ালদাড় ইুনয়নের প্যানেল চেয়ারম্যান নাজমুল হোসেন, আলীহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইমরান আলী, খাট্র মাধাবপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান স্বপনসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।