বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১৭ বছর কারাবাসের পর নিজ এলাকায় পিন্টু

কবির হোসেন, টাঙ্গাইল: দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর নিজ এলাকায় ভূঞাপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ভূঞাপুর উপজেলা বিএনপির উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় আব্দুস সালাম পিন্টুকে নিজ এলাকার নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। সংবর্ধনাস্থলে প্রিয় নেতাকে দেখতে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। ভূঞাপুর পৌর এলাকা নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুসজ্জামান দুদু।

এসময় শামছুজ্জামান দুদু বলেন,দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার, ফ্যাসিবাদের পতনের জন্য বিএনপির নেতাকর্মীরা লড়াই করেছে। লড়াই এখনো শেষ হয়নি। লাখ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকের কারাগারে গুম অবস্থায় মৃত্যু হয়েছে।

তিনি বলেন, মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে কারাগারেও অনিশ্চিত জীবন কাটিয়েছেন আব্দুস সালাম পিন্টু। অংশগ্রহণ করতে পারেননি মমতাময়ী মায়ের জানাজায়।

আব্দুস ছালাম পিন্টু বলেন, আপনাদের মাঝে আমি ফিরে আসতে পারব ভাবিনি। আপনাদের দোয়ায় ও মহান আল্লাহর রহমতে আবার ফিরে আসতে পেরেছি। কারাগারে থাকা অবস্থায় সবসময় মৃত্যুর প্রহর গুনেছি। এসময় তার কারাবাসের নির্যাতনের কথা উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় মঞ্চে থাকা নেতাকর্মীদের আবেগাপ্লুত দেখা যায়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাই স্কুল মাঠ। তাদের প্রিয় নেতাকে দীর্ঘদিন পর এক নজর দেখতে বিএনপিসহ সাধারণ মানুষের ঢল নামে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *