
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর গ্রাম দীর্ঘ দুই দশক ধরে অবহেলিত।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচন এলে রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধিদের উপস্থিতি চোখে পড়লেও, উন্নয়নের ছোঁয়া মেলেনি এ গ্রামে।
গ্রামের সঙ্গে উপজেলা সদরের একমাত্র যোগাযোগের রাস্তা বহু বছর আগে ইটের সলিং করা হলেও বর্তমানে সেটি ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। বিগত সময়ে উপজেলা ও ইউনিয়নজুড়ে ব্যাপক উন্নয়ন হলেও সাহেবনগর ছিল সেই উন্নয়ন থেকে বঞ্চিত।
শিক্ষা খাতেও এ গ্রামের অবস্থা নাজুক। সাহেবনগরে নেই কোনো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। কাছের গোপালপুর উচ্চ বিদ্যালয়ে যেতে শিক্ষার্থীদের প্রতিনিয়ত ভাঙাচোরা রাস্তার দুর্ভোগ পোহাতে হয়। এতে অনেকেই উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগেই পড়াশোনা থেকে ছিটকে পড়ছে। একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানও নিম্নমানের বলে অভিযোগ গ্রামবাসীর।
শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবাতেও এ গ্রাম অবহেলিত। সাহেবনগরে নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র। গুরুতর অসুস্থ রোগী বা গর্ভবতী নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা আশপাশের ক্লিনিকে নিতে চরম ভোগান্তির শিকার হতে হয়।
বর্ষা মৌসুমে গ্রামে কোনো পাকা রাস্তা না থাকায় চলাচল হয়ে ওঠে দুঃসাধ্য। এমনকি যাতায়াত ব্যবস্থা দুর্বল হওয়ায় ছেলে-মেয়েদের বিয়ের ক্ষেত্রেও সমস্যার মুখোমুখি হতে হয় বলে জানিয়েছেন গ্রামবাসী।
২০ বছর পিছিয়ে থাকা এ সাহেবনগর গ্রামের অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।