রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা): দীর্ঘ ৩৬ বছর পলাতক থাকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মোতি ওরফে পাগলা (৬০)-কে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ।
মঙ্গলবার ভোরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট নামক বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিফুজ্জামান বসুনীয়া জানান, ১৯৮৮ সালের ২৬ মার্চ ফুলছড়ি উপজেলার রসুলপুর (কঞ্চিপাড়া) গ্রামের মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলার তিন আসামির একজন। এরপর থেকে আসামি আব্দুল মোতি ওরফে পাগলা দীর্ঘ ৩৬ বছর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট এলাকায় আত্মগোপনে ছিলেন।
ফুলছড়ি থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানারএসআই আব্দুল কাইয়ুমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের দেবীরপাট নামক এলাকায় ওইদিন ভোর সোয়া ৫টা দিকেয় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল মোতি ওরফে পাগলাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিকে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতে প্রেরণ করা হবে বলে থানা সূত্র জানিয়েছে।