
বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধীন ফৌজদারহাট বন পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তা-কর্মচারীরা এক বিশেষ অভিযান চালিয়ে চোরাই সেগুন কাঠ উদ্ধার করেছে। এ সময় কাঠ পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়েছে।
রোববার ভোর ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল এলাকায় কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করা হয়।
ফৌজদারহাট বন কর্মকর্তা মনজুরুল আলম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও তার সহকর্মীরা অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসূল এলাকা থেকে বিপুল পরিমাণ সেগুন গোল কাঠ বোঝাই মিনি কাভার্ডভ্যান জব্দ করেন। পরে চোরাই কাঠ বোঝাই কাভার্ডভ্যানটি ফৌজদারহাট চেক স্টেশন হেফাজতে নিয়ে আসা হয়। এ ব্যাপারে বন মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, আমাদের অফিসে সামনে কাভার্ডভ্যানটিকে সংকেত দিলে সংকেত অমান্য করে দ্রুতগতিতে টানতে থাকে। পরে কাভার্ডভ্যানটির পিছনে গাড়িযোগে ধাওয়া করি। এক পর্যায়ে চালক কদমরসূল এলাকার গাড়িটি রাস্তার পাশে রেখে পালিয়ে যায়। পড়ে আমরা গাড়িটি বিট অফিসে নিয়ে আসি। জব্দকৃত সেগুন গোল কাঠের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।