
পারভেজ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : রবিবার দুপুরে খুদে শিশু সিয়াম(৬), পিতা- জাহাঙ্গীর মিয়া, সাং- প্রাতঃ বাজার, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, থানায় উপস্থিত হয়ে এমরানুল ইসলাম, অফিসার ইনচার্জ, সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়া এর নিকট তার বাবা ও মায়ের মধ্যে পারিবারিক কলহের কারণে বিরক্ত হয়ে মৌখিক অভিযোগ ও অনুযোগ প্রকাশ করেন। বিষয়টি অফিসার ইনচার্জ গুরুত্ব সহকারে শ্রবণ করে সরাইল থানা হতে এসআই মোঃ জয়নাল আবেদীন ও এএসআই সাইফুল ইসলাম’কে শিশু সিয়ামের সাথে তার বাড়ী পাঠায়। জয়নাল আবেদীন এবং সাইফুল ইসলাম খুদে শিশু সিয়ামের বাড়ীতে উপস্থিত হয়ে তার বাবা জাহাঙ্গীর মিয়া ও মাতার মধ্যে সৃষ্ট হওয়া পারিবারিক কলহ ও তার খুদে শিশু সিয়ামের পিতা-মাতার মধ্যে সুন্দরভাবে সমাধান করিয়া পরিবারের মধ্যে শান্তি ফিরে আসে। বিষয়টি গুরুত্ব সহকারে সমাধান করায় এলাকায় সরাইল থানা অফিসার ইনচার্জ ও পুলিশ প্রশাসন প্রশংসায় ভাসছেন।