
মমতাহানা রিয়া, নিজস্ব প্রতিবেদক: ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন ফাহিমা মল্লিক মন্মী। লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি থেকে এই ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি।
গত ১১ অক্টোবর (মঙ্গলবার) দ্য অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন থেকে বারে ডাকা হয়েছিল। এর আগে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) সম্পন্ন করেন। আর বিপিপি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক আইনে এলএলএম সম্পন্ন করেন।

ব্যারিস্টার ফাহিমা মল্লিক মন্মী বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মল্লিক ফকরুল ইসলাম এবং জেসমিন আহমেদ মল্লিক মিমুর কন্যা।