
মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): দেশের চলমান পরিস্থিতি এবং দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে জিয়া পরিষদের রংপুরের পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের হলরুমে উপজেলা ও পৌর জিয়া পরিষদের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে জেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আবু সাঈদরা যে স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিলেন তাদের সপ্ন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বিলীন হতে দেয়া যাবে না। আগামীর বাংলাদেশ আবু সাঈদ এর বাংলাদেশ, যেখানে আর কোনো বৈষম্য থাকবে না। দেশের ক্লান্তিতে সবসময় জিয়া পরিবার সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, যারা বর্তমানে অন্তবর্তীকালীন সরকারে রয়েছে তাদেরকে সহযোগিতা করতে হবে তাহলেই দেশের মানুষ ভালো থাকবে। বিএনপি নেতাকর্মীরা যারাই অন্যায়ের সাথে যুক্ত থাকবে তাদের স্থান দলে নেই তারা যারাই হোক অন্যায়কারীদের আইনের হাতে তুলে দিতে হবে।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ জিয়া পরিষদের রংপুর জেলা আহ্বায়ক আমজাদ হোসেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহীন, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ, জেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক মুরাদ আলী, জেলা জিয়া পরিষদের উপদেষ্টা মঈন উদ্দিনসহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।