মঙ্গলবার, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দক্ষিণের মশালের বার্তা সম্পাদকের দায়িত্ব পেলেন আব্দুর রহমান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তরুণ ও মেধাবী সাংবাদিক আব্দুর রহমান সম্প্রতি যোগ দিয়েছেন সাতক্ষীরার ঐতিহ্যবাহী আঞ্চলিক পত্রিকা দৈনিক দক্ষিণের মশাল-এ। যেখানে তিনি বার্তা সম্পাদক হিসেবে কাজ করবেন।

পেশাগত জীবনে এটি তাঁর জন্য এক নতুন অধ্যায়; যা তাঁকে আরও বিস্তৃত পরিসরে সংবাদ সম্পাদনা ও পাঠকসেবা প্রদানের সুযোগ করে দিচ্ছে।

বর্তমানে তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যায়যায়কাল ও অনলাইন নিউজ পোর্টাল নিউজজি২৪ ডটকম-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে আব্দুর রহমান নিজেকে গড়ে তুলেছেন সৎ এবং এক নিবেদিত সংবাদকর্মী হিসেবে। ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে তিনি মাসিক সাহিত্যপাতা পত্রিকাটি সম্পাদনা করছেন। সংবাদপেশায় তার যাত্রা শুরু হয় ২০০৯ সালে দৈনিক কাফেলা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে। পরবর্তী সময়ে তিনি কাজ করেছেন দৈনিক পত্রদূত, দৈনিক কালের চিত্র, দৈনিক সাতঘরিয়া এবং দৈনিক সাতনদীসহ বিভিন্ন গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সব পদে।

সাংবাদিক আব্দুর রহমান সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল একাধারে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সবমিলিয়ে সাংবাদ জগতে দীর্ঘদিন লেখালেখি ও সমাজসংবেদনশীল সংবাদচর্চায় পরিচিত মুখ হিসেবে তিনি সাতক্ষীরার মানুষের কাছে অতি পরিচিত।

দৈনিক দক্ষিণের মশালে দায়িত্ব নিয়ে আব্দুর রহমান বলেন, ‘সত্য ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতায় পাঠকের আস্থা অর্জনই আমার লক্ষ্য। দক্ষিণের মশালের সম্পাদক একজন রুচিশীল ও নীতিনিষ্ঠ মানুষ- তাঁর নেতৃত্বে কাজ করতে পারা নিশ্চয় আমার জন্য গর্বের বিষয়।’

দীর্ঘদিনের অভিজ্ঞতা, সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় সততার প্রতীক হিসেবে দক্ষিণের মশালের নতুন বার্তা সম্পাদক আব্দুর রহমানের এই যাত্রা দক্ষিণাঞ্চলের সংবাদজগতে নতুন আলো ছড়াবে বলে মনে করছেন তার সহকর্মীরা।

তারা বলছেন, সাংবাদিকতার প্রতি তার নিষ্ঠা, গভীর উপলব্ধি এবং সৃজনশীলতা ‘দক্ষিণের মশাল’কে আরও এগিয়ে নিয়ে যাবে। তার সম্পাদনায় পত্রিকাটি দক্ষিণাঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও সমস্যাগুলো তুলে ধরার ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ