
মোঃ মাইন উদ্দীন, সন্দ্বীপ: সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়নে বিধবা ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তুলতে শুরু হয়েছে সেলাই প্রশিক্ষণ কর্মসূচি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সন্দ্বীপ আসনের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেনের উদ্যোগ ও অর্থায়নে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উড়িরচরের বেশ কয়েকজন নারী ইতিমধ্যে এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে তারা আয়মুখী কাজে যুক্ত হয়ে স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন।
অধ্যাপক আমজাদ হোসেনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের হাতে ইতিমধ্যে সেলাই মেশিনও বিতরণ করা হয়েছে।
অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, নারীরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, তবে পরিবার ও সমাজ—দু’টিই উপকৃত হয়। আমার লক্ষ্য সন্দ্বীপের প্রতিটি গ্রামে স্বনির্ভর নারী গড়ে তোলা। সমাজে পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে পারলে এগিয়ে যাবে দেশ।
স্থানীয় নারীরা জানান, এই উদ্যোগ তাদের জীবনে নতুন আশার আলো জুগিয়েছে। তারা আশাবাদী যে, প্রশিক্ষণ শেষে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের ভরণপোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।তারা আমজাদ হোসেনের এই উদ্যোগে যথেষ্ট খুশি এবং এলাকার সকলে তাহার মঙ্গল কামনা করেন।












