বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে: মির্জা ফখরুল

যায়যায়কাল প্রতিবেদক: গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, ‘অন্যথায় বাংলাদেশের মানুষ কিছুতেই মেনে নেবে না।’

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘একটা রাজনৈতিক দল, তারা জোট বানিয়েছে, চাপ সৃষ্টি করেছে বিভিন্নভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে? আমরা বলেছি যে, আমরা গণভোট মানছি। সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে। কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে।’

‘তাছাড়া মূল যে নির্বাচন—জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ধারা ক্ষুণ্ন হয়ে যাবে। দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার, যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই একটা অবস্থার তৈরি করছে, যাতে করে নির্বাচন ব্যাহত হয়,’ বলেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘গণভোটের জন্য চাপ দিচ্ছে ওই রাজনৈতিক দলগুলোকে পরিষ্কারভাবে বলতে চাই, যে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে। অন্যথায় বাংলাদেশের মানুষ কিছুতেই মেনে নেবে না।’

‘আমরা এই নির্বাচনে অংশ নেব এবং ইনশাল্লাহ এই নির্বাচনে জয়যুক্ত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তুলব,’ যোগ করেন তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ