
আবু জিহাদ, আমতলী (বরগুনা): এপি কার্যক্রমের গুনগতমান পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা বরগুনার আমতলীতে অনুষ্ঠিত হয়ছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় তাজমহল ক্যাফে ও পার্টি সেন্টারে এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এনএসএস “Program Quality & Self Review Workshop- 2025” এর আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মো: কবির আহম্মেদ, উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর মো: মাঈনুল ইসলাম, বিভূূূদান বিশ্বাস এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আলিয়া সুলতানা টেকনিক্যাল স্পেশালিষ্ট কমিউনিটি এনগেজমেন্ট, মো: আসাদুজ্জামান প্রোগ্রাম কোয়ালিটি সোসালিষ্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, মৃদুল সরকার প্রোগ্রাম ম্যানেজার এনএসএস, আখতারুজ্জামান মনিটরিং এন্ড ইজলুয়েশন সোসালিষ্ট এনএসএস আমতলী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ভিলিজ ডেভলপমেন্ট কমিটি, চাইল্ড ফোরাম, ইউথ ফোরাম, আরসি, প্যারেন্ট, সম্মানিত শিক্ষক, ধর্মীয় নেতা, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।












