
কাজী আল আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোবববার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জমির হোসেন দস্তগীর, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সুমন ভূঞা, অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শাহজালাল, ফায়ার সার্ভিস ইউনিট অফিসার ওয়াসি আজাদ, বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ ভূঞা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান পারভেজ, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী টিপু প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তিলোত্তমা রায় তমা, মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরা, উপজেলা সমবায় উপজেলা রুবিনা খাতুন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার লুৎফর রহমান সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন কাসেমী।











