
এস এম আক্কাস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নং বহুলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ মামুনুর রশীদ মামুনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় পৌর শহরের চৌরাস্তায় সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বহুলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ মামুনুর রশীদ মামুন অভিযোগ করে বলেন, আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ মিডিয়া নামের একটি ফেসবুক পেজে সাংবাদিক পরিচয়ে মোঃ লিটন হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ ইয়ামীন হোসেন আমার নামে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে আসছে। তারা অত্র ইউনিয়নে বিভিন্ন সময়ে সহজ-সরল লোকদের কাছ থেকে বিভিন্ন উপায়ে সাংবাদিক পরিচয় দিয়ে ও ভয়-ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করে আসছে। তারা চাঁদপাল কমিউনিটি ক্লিনিকসহ স্থানীয় বিভিন্ন দোকানে সাংবাদিকের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। কিছুদিন পূর্বে আলমপুর বাজার সংলগ্ন কালিদাসগাঁতীতে চাঁদা চাওয়ার কারণে তাদেরকে স্থানীয় জনতা গণধোলাই দেয়। তাদের কারণে অতিষ্ট এলাকার সাধারণ মানুষ।
যুবদল নেতা মামুন আরো বলেন, তাদের এই অপকর্মের প্রতিবাদ ও আমার পরিবারিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার পাঁয়তারা করছে। এর সাথে বহুলী ইউনিয়ন বিএনপির আমাদের প্রতিপক্ষরা তাদের এই কাজে জড়িত রয়েছে। আমি এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য দাবি জানাচ্ছি।
পাশাপাশি আমার পরিবারিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার কারণে আমি তাদের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
এসময়ে উপস্থিত ছিলেন ৩ নং বহুলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রাশেদুল ইসলাম পিন্টু, মোঃ জিয়াউর রহমান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নাজমুল হুদা, মোঃ রাজু আহমেদ।











