বুধবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

৬৫তম জন্মবার্ষিকী আজ

কক্সবাজারে রাজনীতির ও ব্যবসার মাইলফলক লুৎফুর রহমান কাজল

মোঃ ওসমান গনি ইলি, কক্সবাজার: কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাহ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের ৬৫তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার, ১৮ নভেম্বর। রাজনীতিতেই নয়, ব্যবসা ও শিল্প ক্ষেত্রে তার সফলতা কক্সবাজারের মানুষের কাছে আলোচিত।

গ্রামের বাড়ি ২নং পোকখালী ইউনিয়ন, ৮নং ওয়ার্ড, পূর্ব গোমাতলী, বর্তমান ঠিকানা কক্সবাজার পৌরসভা, ১০ নং ওয়ার্ড, বাহারছড়া। শিক্ষা জীবন শুরু ঈদগাহ্ আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে, ৬–৭ শ্রেণী পর্যন্ত খুটাখালী শিক্ষা নিকেতন এবং পরবর্তীতে এসএসসি সম্পন্ন করেন এবং পরি বিকম ডিগ্রি লাভ করনে।

১৯৬০ সালের ১৮ নভেম্বর জন্মগ্রহণ করা লুৎফুর রহমান কাজল বাংলাদেশের রাজনীতি ও শিল্প ক্ষেত্রে দীর্ঘ প্রায় চার দশকের অবদান রেখেছেন। তিনি নিরিবিলি গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ও সাবেক সংসদ সদস্য সালেহা খানমের পুত্র। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয় এবং ভাইদের মধ্যে জ্যেষ্ঠ।

রাজনীতিতে পদযাত্রা

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়, ১৯৮০ সালে জাতীয়তাবাদী ছাত্রদল থেকে শুরু করে জেলা ও কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ২০-দলীয় জোটের প্রার্থী হিসেবে বিপুল ভোটে কক্সবাজার-৩ আসনে বিজয়ী হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও দলের মনোনয়ন পান।

সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফর রহমান কাজল কক্সবাজার অঞ্চলের শিক্ষা, যোগাযোগ এবং সামগ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখে গেছেন। তাঁর নেতৃত্বে এলাকায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, ভবন নির্মাণ, সংস্কার ও উন্নয়ন সম্পন্ন হয়েছে। পাশাপাশি গ্রামীণ জনপদের রাস্তাঘাট, সেতু, কালভার্ট ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নে তিনি ছিলেন অত্যন্ত অগ্রগণ্য।

জনগণের কল্যাণে নিবেদিত এই জননেতা দীর্ঘদিন ধরে এলাকার অবহেলিত ও পশ্চাদপদ জনপদের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তার নিরলস প্রচেষ্টায় শিক্ষার আলো যেমন বিস্তৃত হয়েছে, তেমনি সহজতর হয়েছে মানুষের যাতায়াত ও দৈনন্দিন জীবনের বিভিন্ন সুবিধা।

ব্যবসা শিল্পে অসাধারণ সফলতা: রাজনীতি ছাড়াও ব্যবসা-বাণিজ্যে তার অবদান গুরুত্বপূর্ণ। ১৯৯৬–২০০৭ সালে শ্রীম হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতির দায়িত্বে সংগঠনকে সুপ্রতিষ্ঠিত করেন। ১৯৯৮–২০০০ সালে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির সভাপতি। ২০০৫–২০০৭ সালে হোটেল-মোটেল মালিক সমিতি সভাপতিত্ব। ২০০৬–২০০৭ সালে লায়ন ক্লাব অব কক্সবাজার প্রেসিডেন্ট। ২০০৭ থেকে কক্সবাজার বিসিক শিল্প নগরী মিল মালিক সমিতি সভাপতির দায়িত্বে রয়েছেন।

ব্যবসায়িক প্রয়োজনে জাপান, ইংল্যান্ড, ভারত, মিয়ানমার, হল্যান্ড, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, নামিবিয়াসহ বহু দেশ সফর করেছেন।

ব্যক্তিজীবন

তিনি কক্সবাজার-২ আসনের সাবেক এমপি মরহুম আলহাজ্ব মোহাম্মদ ইসহাকের কন্যা শিরিন রহমানকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন। তাদের দুই পুত্র—তাহসিন লুৎফুর ও সাঈফ রহমান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ