মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর সীমান্তে বিজিবি–বিএসএফের সৌজন্য সাক্ষাৎ

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুর জেলার সদর উপজেলার সীমান্তবর্তী সুন্দরা বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার–৩১৯-এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির আহ্বানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিজিবি–বিএসএফের এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

সৌজন্য সাক্ষাতে অংশ নেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর ৯১ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিপিন কুমার। এছাড়াও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর স্টাফ অফিসার, কোম্পানি ও বিওপি কমান্ডারগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে পুশইন কার্যক্রম বন্ধ রেখে বাংলাদেশি নাগরিকদের যথাযথ প্রক্রিয়ায় বিজিবির কাছে হস্তান্তরের জন্য দৃঢ়ভাবে আহ্বান জানানো হয়। একই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে মরণাস্ত্রের ব্যবহার থেকে বিরত থাকার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও বৈঠকে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য চোরাচালান, বাংলাদেশি নাগরিকদের দ্বারা শূন্য লাইনে গবাদি পশু চরানো এবং উভয় দেশের নাগরিকদের অবৈধ সীমান্ত অতিক্রম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এসব অপরাধ দমনে পারস্পরিক তথ্য আদান-প্রদান এবং অপরাধীদের আটক করে যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে উভয় পক্ষ একমত পোষণ করে।

ভবিষ্যতে সীমান্ত সম্পর্কিত যেকোনো সমস্যা সমাধানে নজরদারি জোরদার করে আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডাররা।

পরিশেষে বিজিবি–বিএসএফের মধ্যে চলমান নিয়মিত যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে বিকাল ৫টায় শান্তিপূর্ণভাবে সৌজন্য সাক্ষাত শেষ হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ