শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন হাজী মুজিব

মো: আলমগীর হো‌সেন, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

শুক্রবার (২১ নভেম্বর) শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী মুজিব।

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার এবং পরিচালনা করেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হাসান লুপ্পা।

সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্না,সৈয়দ সালাউদ্দিন,উপজেলা বিএনপির সদস্য বাদশা মিয়া কাজল,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুজিবুর রহমান তপন।উপজেলা যুবদলের সদস্য সচিব টিটু আহমেদ,জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন,সাবেক ছাত্রনেতা মোরাদ হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় আগামী দিনের রাজনৈতিক করণীয়, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ