শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাহাড় কাঁপালো সেনাবাহিনী: পালাল কুখ্যাত ল্যাং আবছার, মিললো অস্ত্রের পাহাড়

মোঃ ওসমান গনি ইলি, কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্রসহ এক নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াঙ্গাকাটা ঘোনারপাড় এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, এলাকার কুখ্যাত সন্ত্রাসী নুরুল আবছার ওরফে ল্যাং আবছার (৩৭) ও তার কয়েকজন সহযোগী পাহাড়ি এলাকার একটি বাড়ি ও সংলগ্ন গোপন আস্তানায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রামু ১০ পদাতিক ডিভিশনের একটি বিশেষ অভিযানিক দল সন্ত্রাসীদের আটক করার উদ্দেশ্যে ভোররাতে অভিযান শুরু করে। অভিযান চলাকালে সন্ত্রাসীরা সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে গভীর পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযানিক দল রামু গর্জনিয়া তদন্ত পুলিশ ও স্থানীয় গ্রাম পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীদের আশ্রিত বাড়ি এবং পার্শ্ববর্তী গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— ২টি বিদেশি পিস্তল, বিদেশি পিস্তলের আদলে তৈরি ১টি ডামি পিস্তল, ২টি একনালা বন্দুক, ৪৯ রাউন্ড পিস্তলের গুলি, ৬ রাউন্ড রাইফেলের গুলি, ৩টি কার্তুজ, ১টি কার্টার, ২টি ধারালো অস্ত্র (ক্রিচ), ২টি বাটন মোবাইল ফোন এবং সন্ত্রাসীদের ফেলে যাওয়া ১টি মোটরসাইকেল। এ সময় কুখ্যাত সন্ত্রাসী নুরুল আবছার ওরফে ল্যাং আবছারের ঘনিষ্ঠ সহযোগী ও রক্ষিতা ফাতেমা বেগম (২৫) কে অস্ত্রসহ আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নুরুল আবছার ওরফে ল্যাং আবছার হত্যা, গুম, ধর্ষণ, অপহরণ,চাঁদাবাজি,চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অন্তত ৪টি হত্যা মামলাসহ প্রায় ১০টি মামলা চলমান রয়েছে। এ ধরনের কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ