মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় পাঁচ ইটভাটায় ২৩ লাখ টাকা জরিমানা

নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে পরিবেশ আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করার দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ২৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​র‌্যাব-১৩, গাইবান্ধা জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে ৫ জন মালিককে জরিমানা করা হয়।
তারা হলেন: ​মেসার্স আনোয়ারা ব্রিক্স: মালিক মোঃ আল মামুনকে ৫ লক্ষ টাকা, ​মেসার্স সরকার ব্রিক্স মালিক মোঃ আশরাফুল হাবিবকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা, ​মেসার্স এসআই ব্রিক্স মালিক শরিফুল আলম উজ্জলকে ৫ লক্ষ ৫০ হাজার টাকা, ​এ জেড বি ব্রিক্স: মালিক আজিজকে ৩ লক্ষ টাকা, এমএবি ব্রিক্স মালিক আনোয়ার হোসেন সরকারকে ৫ লক্ষ টাকা।

​র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে ওই এলাকার ইটভাটাগুলোতে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ও অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার করা হচ্ছিল। এছাড়া অনেক ভাটা প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।

​র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরিবেশ রক্ষায় এবং অবৈধ ইটভাটার প্রসার রোধে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, “র‌্যাব-১৩ প্রতিটি সদস্য অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। পরিবেশের ক্ষতি রোধে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।”

​অভিযানে সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও সহযোগিতা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ