মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

মাভাবিপ্রবিতে ১০ জানুয়ারি ‘ইসলামিক সেমিনার ও বইমেলা

সমাপ্তী খান, মাভাবিপ্রবি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হতে যাচ্ছে ‘ইসলামিক সেমিনার ও বইমেলা ২০২৬’।

বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ সেশনের বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও দেশবরেণ্য আলেম মুফতি মুহাম্মদ আব্দুল মালেক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ।

আগামী ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার) বিকেল ২টায় বিশ্ববিদ্যালয়ের ‘মুক্তমঞ্চে’ সেমিনারটি শুরু হবে। বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষাজীবনের স্মরণীয় সমাপ্তি এবং ক্যাম্পাসে সুস্থ জ্ঞানচর্চার পরিবেশ তৈরির উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, এটি শুধু একটি সেমিনার নয়—একে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী এক বর্ণাঢ্য বইমেলা। মেলায় বিভিন্ন প্রকাশনীর মননশীল ও সৃজনশীল ইসলামিক বইয়ের সমাহার থাকবে। নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজধানীর জামিয়াতুল উলূমিল ইসলামিয়ার উস্তাযুল হাদিস শায়খ তাহমীদুল মাওলা। এছাড়া বক্তব্য দেবেন তরুণ প্রজন্মের জনপ্রিয় লেখক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট ড. শামসুল আরেফিন শক্তি এবং লেখক ও সম্পাদক জাকারিয়া মাসুদ।

আয়োজক বিদায়ী শিক্ষার্থীদের একজন প্রতিনিধি বলেন, “মাভাবিপ্রবির ইতিহাসে এটি একটি স্মরণীয় ইসলামিক সেমিনার হতে যাচ্ছে। আমাদের শিক্ষাজীবনের সমাপ্তি আমরা পবিত্র ও জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে অর্থবহ করে তুলতে চাই। আমরা বিশ্বাস করি, এই আয়োজন শিক্ষক–শিক্ষার্থী সম্পর্ক আরও দৃঢ় করবে।”

অনুষ্ঠান সফল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন আয়োজকরা। তাদের প্রত্যাশা, খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেকের উপস্থিতি ক্যাম্পাসে এক ভিন্নধর্মী ধর্মীয় ও বুদ্ধিবৃত্তিক পরিবেশ সৃষ্টি করবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ