রবিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিল ও সোনাইমুড়ীতে সময়মতো বীজ-সার না পাওয়ায় কৃষকরা হতাশ

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে বোরো (উফশী) ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার সময়মতো বিতরণ না হওয়ায় কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে।

কৃষক আবু তাহের ও সুমন সহ অনেকে অভিযোগ করে বলেন, গত বছরও দেরিতে বীজ ও সার দেওয়াতে তাদের কোন কাজে আসেনি। এ দুই উপজেলার কৃষকেরা মৌসুমের শুরুতে বীজ ও সার বিতরণের দাবি জানিয়েছেন।

এই বিষয়ে চাটখিল কৃষি অফিসার জুনায়েদ আলম ও সোনাইমুড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ নুরে আলম সিদ্দিকী দু’জনের সাথে যোগাযোগ করলে তারা জানান, চলতি সপ্তাহের মধ্যে কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হবে। চাটখিল ও সোনাইমুড়ীতে ৪ হাজার কৃষকের মধ্যে ৮ হাজার কেজি বীজ বিতরণ করা হবে বলে জানা যায়।

দেরিতে বীজ বিতরণের কারণ জানতে চাইলে সোনাইমুড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ নূরে আলম সিদ্দিকী বলেন, নোয়াখালীতে অন্যান্য জেলার তুলনায় আগেভাগে চাষাবাদের কাজ শুরু হয়। কিন্তু বীজ ও সার একসঙ্গে বরাদ্দ দেওয়া হয় সারাদেশে। তাই একটু সমস্যা হয়। আগামীতে যেন বীজ ও সার যথাসময়ে দেওয়া যায় সে ব্যাপারে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ