মঙ্গলবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে অটোরিকশা ছিনতাই: ২৪ ঘণ্টার মধ্যে ৪ জন গ্রেফতার

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে অটোরিকশা (মিশুক) ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযানে নেমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

একই সঙ্গে অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

ঘটনা ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার নূরজাহানপুর গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর (৫৮)। গত ২২ নভেম্বর রাত ১০.৩০টার দিকে রানীগঞ্জ বাজারে রহমানিয়া হোটেলের সামনে অটো নিয়ে অবস্থানকালে অজ্ঞাতনামা ৩–৪ জন যাত্রী ঘোড়াঘাটের বাগেরহাটে যাওয়ার জন্য গাড়িটি ভাড়া করেন। ভাড়া করা যাত্রীদের নিয়ে নুরজাহানপুর এলাকার তুহিনের চাতালের সামনে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের বাম পাশে পৌঁছালে রাত ১০.৪৫ মিনিটে যাত্রী সেজে থাকা এক ব্যক্তি বাদীর মুখ চেপে ধরে গাড়ি থেকে টেনে নামিয়ে ফেলে। এরপর তাকে রাস্তার নিচে ফেলে একাধিক ব্যক্তি মিলে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে তার অটোরিকশাটি (মূল্য ১ লাখ ২০ হাজার টাকা) ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনায় ঘোড়াঘাট থানায় ৩৯৪ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে ঘোড়াঘাট থানা পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে।

দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন এর প্রত্যক্ষ দিক নিদর্শনায় এবং সহকারী পুলিশ সুপার হাকিমপুর সার্কেল আনম নীয়ামতুল নেতৃত্বে এবং ঘোড়াড়াট থানা (ওসি) তদন্ত শহিদুল ইসলাম, এস আই সাব্বির আলম, এস আই মনিরুজ্জামান সহ পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযানে নেমে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাটাবাড়ী এলাকা এবং সাঘাটা থানার হাপানিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেফতার করা হয় মোঃ আল আমিন (২৫), মোঃ নয়ন মন্ডল (২৫), মোঃ খাজা মিয়া (২৬), মোঃ রফিকুল ইসলাম (৩৮)। সকলেই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শহিদুল ইসলাম নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে এবং আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ