
মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক মিলনমেলা।
শনিবার গাজীপুর মহানগরের সালনা এলাকায় সালনা পর্যটন রিসোর্ট ও পিকনিক স্পটে দিনব্যাপী এই আয়োজনে মহানগরের আট শতাধিক বিদ্যালয়ের প্রায় ২ হাজার ২শ শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।
শিক্ষকদের এই বিশাল সমাগমে পুরো পর্যটন এলাকা একটি মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের মূল পর্ব সকালে আনন্দ শোভাযাত্রা, খেলাদুলা ও মধ্যাহ্নভোজের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী মোসাদ্দিকুর রহমান মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সহধর্মিনী তাপসী রানী তন্ময় চৌধুরী।
তিনি বলেন, শিক্ষকরাই উন্নত সমাজ ও জাতি গঠনের কারিগর। কিন্ডারগার্টেন শিক্ষকরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষার প্রসারে যে ভূমিকা রাখছেন তা অতুলনীয়। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং শিক্ষকদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী হাসান আজমল ভূঁইয়া বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কিন্ডারগার্টেনগুলোর আধুনিকায়ন জরুরি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান,খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মাজহারুল ইসলাম রুবেল, গাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হামিদ খান এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক সিনিয়র সহ সভাপতি, গাছা ছাত্রদল এম.রতন তানজীম।
বক্তারা কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষকদের পরিবেশনায় গান, কবিতা ও কৌতুক পুরো আয়োজনকে ভিন্ন মাত্রা দেয়। অনুষ্ঠান শেষে এক র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়











