শনিবার, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেবেন: তারেক রহমান

যায়যায়কাল প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘১২ তারিখে যেমন আপনারা ধানের শীষে সিল দেবেন, ঠিক তেমনি দ্বিতীয় ব্যালট পেপারটিতে দয়া করে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন।’

শুক্রবার সন্ধ্যায় রংপুরে নির্বাচনী সমাবেশে বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘১২ তারিখে যখন আপনারা আপনাদের পরিকল্পনাকে সফল করতে যাবেন, তখন একই সঙ্গে আরেকটি কাজ আপনাদের করতে হবে। অধিকার ফিরিয়ে আনার জন্য আবু সাঈদ জীবন দিয়েছেন। চট্টগ্রামে ওয়াসিমও জীবন দিয়েছেন। তাদের মতো হাজারো মানুষ, মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক অধিকারের জন্য জীবন উৎসর্গ করেছেন। এসব আত্মত্যাগকে যথাযথভাবে সম্মান জানাতে হলে, আমাদের অবশ্যই সেই জুলাই সনদকেও সম্মান করতে হবে, যেটিতে আমরা স্বাক্ষর করেছি।’

বিএনপি জাতির সামনে ৩১ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেছিল উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার একটি সংস্কার কমিশন গঠন করে এবং বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলকে সেখানে আমন্ত্রণ জানায়। আমরাও সেখানে গিয়েছি। আমরা আমাদের সংস্কার প্রস্তাব তুলে ধরেছি। এবং মোটামুটি তারা যে প্রস্তাবগুলো দিয়েছে, সেগুলো অনেকটাই জনগণের সামনে উপস্থাপিত আমাদের আগের প্রস্তাবগুলোর সঙ্গে মিল রয়েছে।’

‘কিছু বিষয়ে আমাদের সঙ্গে মতভেদ থাকতে পারে। কিন্তু যেখানে মতভেদ আছে, সেখানে আমরা কিছুই লুকাইনি। কোন কোন বিষয়ে আমরা একমত এবং কোথায় আমাদের আপত্তি আছে—তা আমরা জনগণের সামনে খোলাখুলিভাবে বলেছি। এ বিষয়ে কোনো কিছুই গোপন বা লুকানো নেই,’ যোগ করেন তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ