শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুষ্টিয়া নিখোঁজ সাংবাদিক রুবেলকে খুঁজে পেতে মানববন্ধ

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় ৪ দিন ধরে নিখোঁজ সাংবাদিক হাসিবুর রহমান রুবেলকে খুঁজে পেতে মানববন্ধন করেছে। পরিবারের সদস্য জেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

বুধবার (৬ জুলাই) দুপুর ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এন এস রোডে মানববন্ধন করেছে রুবেলের পরিবারের সদস্য ও কুষ্টিয়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সবস্তরের সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিক রুবেলকে খুঁজে পেতে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সর্বাত্বক সহযোগিতার জোড় দাবি জানান । একজন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক সিসি ক্যামেরা বেষ্টিত কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় নিখোঁজ হয়ে ৪ দিন ধরে নিখোঁজ থাকার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন।

এসময় সাংবাদিক রুবেলের মা, স্ত্রী ভাইসহ অন্যান্য সদসসহ কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক রশীদ চৌধুরী, কুষ্টিয়া এডিটর ফোরামের সভাপতি মজিবুল শেখ, কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতি গোলাম মওলা, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য বাংলাভিশন ও দেশরূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হাসান আলী, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাইটিভির জেলা প্রতিনিধি দৈনিক হওয়ার সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, এনটিভির জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, দৈনিক শিকলের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজ আহমেদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি খন্দকার তুহিন আহমেদ, জাতীয় দৈনিক  যায়যায় কাল প্রত্রিকার জেলা প্রতিনিধি শামিম হাসান খান সহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রুবেল তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। হাসিবুর রহমান রুবেল অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম ভিশন বিডি ডটকমের প্রকাশক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন।

গত রবিবার (৩ জুলাই) রাত ৯টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার বাবর আলী গেট সংলগ্ন রুবেলের পত্রিকা অফিসে অবস্থানকালে তার মোবাইলে একটি কল আসে এ কল পেয়ে রুবেল তার অফিস থেকে বের হয়ে এন এস রোডের সিঙ্গার মোড়ের দিকে যান। এরপর থেকে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছে। এর পর থেকেই সাংবাদিক রুবেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বিভিন্ন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মীদের কাছে খোঁজ করেও রুবেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।

সাংবাদিক হাসিবুর রহমান কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লকের হাবিবুর রহমানে ছেলে। রুবেল সাংবাদিকতার পাশাপাশি কুষ্টিয়া মিউনিসিপ্যালিটি মার্কেটে আল মদিনা ভান্ডার নামে ছোট ভাইয়ের সাথে কাঁচামালের আড়ত (পাইকারি) ব্যবসা করতেন। এছাড়াও তিনি অপর এক পাটনারের সাথে বিএডিসিতে ঠিকাদারি ব্যবসা করতেন।

এ ব্যাপারে সাংবাদিক রুবেলের ছোট ভাই মাহাবুব
কুষ্টিয়া মডেল থানায় সোমবার (৩ জুলাই) রাতে একটি সাধারণ ডায়েরি করেছেন। যার জিডি নম্বর- ২০৩

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ