মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

১৩ বছরের শিক্ষার্থীকে গণধর্ষণ, আটক ৫

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী ৫ম শ্রেনীতে পড়ুয়া এক মাদরাসার ছাত্রীকে গণ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৫ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ধর্ষণের অভিযোগ আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গত ১৩ আগস্ট ওই শিক্ষার্থী মাদরাসায় যাওয়ার পথে ৪ যুবক নরসিংদীর বারৈচা নামক এলাকায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছিল।

আটককৃতরা হলেন, শুভ মিয়া (২১) দুলাল মিয়া (২২), জীবন মিয়া (২০), স্বাধীন মিয়া (২১) ও ধন মিয়া (২৫)।

ভিকটিমের পরিবার জানান, ভিকটিমের সাথে শুভ মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। গত ১৩ আগস্ট ভিকটিম মাদরাসায় যাওয়ার পথে ঘুরতে নিয়ে যাবে বলে শুভ জোরপূর্বক ভাবে ভিকটিমকে চুন্টা বাজার থেকে সিএনজিতে তুলে নরসিংদীর বারৈচা নিয়ে যায়। ওইসময় তার সাথে আরও চারজন যুবক ছিল। ভিকটিমকে ওইখানের একটি পরিত্যক্ত স্কুলে নিয়ে গিয়ে একেএকে পালাক্রমে সবাই ধর্ষণ করেন। তারপর তারা সবাই পালিয়ে যায়। ভিকটিম ওইদিন রাতেই স্থানীয়দের সহযোগিতায় বাড়িতে ফোন দিলে রাতে ভিকটিমকে তার বাবাসহ স্থানীয় লোকজন গিয়ে উদ্ধার করে সরাইল নিয়ে আসেন। পরেরদিন ভিকটিমকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাতে ভিকটিমের বাবা একটি একটি ধর্ষণ মামলা করেন। মামলায় অভিযুক্ত ৫জনকে আটক করেছি। ভিকটিমকে ডাক্তারি পরিক্ষা-নিরিক্ষার জন্য পূনরায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ