
আলমগীর হোসেন হিরু, (চাটখিল ও সোনাইমুড়ী) প্রতিনিধ: নোয়াখালীর চাটখিল উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের ছোবহানপুর বাজারের পাশে পাঁচঘরিয়া গ্রামের ইতালি প্রবাসী ডা. শফিকুল ইসলাম বাবলুর আমিন ভিলায় গতকাল বুধবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনা ১০/১২জনের সংঘবদ্ধ ডাকাত দল ঘটিয়েছে বলে বাবলুর পরিবার সূত্রে জানা যায়।
বাবলুর পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাত দল আমিন ভিলার মূল গেইট ভেঙ্গে দোতলা উঠে দোতলার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে পরিবারের ২পুরুষ সদস্যকে রশি দিয়ে বেঁধে এবং নারীদের ভয়ভীতি লাগিয়ে ঘরে থাকা ৭ভরি স্বর্ণালংকার, নগদ ৩লাখ ২০হাজার টাকা ও ৭টি স্মার্ট মোবাইল ফোন সেট নিয়ে যায়। এই ঘটনায় তাদের ১০লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে নিয়েছে বলে তারা জানান। স্থানীয় ২নং রামনারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বাহার বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, রাতেই টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে এই ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
যায়যায়কাল/১৮আগস্ট২০২২/কেএম