একেএম কামাল উদ্দিন, টগর নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকালে মিরাপুর (বকুল তলা) নামকস্থানে আসন্ন ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ের লক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মজিদ মোল্লার সভাপতিত্বে ও ডিএস জাহিদের সঞ্চালনায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, সাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম, প্রচার সম্পাদক ডা. মসলেম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
যায়যায়কাল/২৭আগস্ট২০২২/কেএম