বিনোদন প্রতিবেদক: ওমর ফারুক ঢাকার মিডিয়ার এক পরিচিত মুখ। হাঁটি হাঁটি পা পা করে এখন সে মিডিয়ায় ব্যস্ত সময় পার করছেন। ঢাকার মিডিয়ায় বর্তমানে যে কজন অভিনেতা এখন নিয়মিত কাজ করছেন তাদের মধ্যে ওমর ফারুক অন্যতম। মিডিয়ার এমন কোন শাখা নেই যেখানে ওমর ফারুক কাজ করছে না। বর্তমানে মিউজিক ভিডিও টিভি নাটক সিনেমা পর্যন্ত তার কাজের পরিধি বিস্তৃত হয়েছে।
আমরা তার সাথে কথা বলে জানতে পারি অভিনয় কে সে ছোট বেলা থেকেই ভালবাসতো। সেই ছোটবেলা থেকেই নাটক সিনেমায় অভিনয়ের স্বপ্ন দেখতেন তিনি।
পরবর্তীতে তার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়। বর্তমানে তিনি টেলিভিশন নাটক ও সিনেমা অভিনয় করার পাশাপাশি পরিচালনাও করছেন। অভিজ্ঞতার ঝুলি বেশ ভারী। তিনি বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক চাপাবাজ নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।
বাংলালিংক এপেক্স বেশ কিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন FM media BD :FS Media TV এবং ফেমাস টিভি তিন টা ইউটিউব চ্যানেলে নিয়মিত নাটক মিউজিক ভিডিও নির্মাণ করে চলেছেন ওমর ফারুক। ইতোপূর্বে এশিয়ান টেলিভিশনের ধারাবাহিক নাটক এ্যাকশন গোয়েন্দা ও দেওয়ান নাজমুলের সুয়োরানী দুয়োরানী নাটকেও অভিনয় করেছেন। তাছাড়া তার নিজস্ব চ্যানেল এফএম মিডিয়ায় নিয়মিত নাটক রচনা ও পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন।
এএম মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ভাই বোনের সম্পর্ক, সুন্দর্যের ভাই ভাই বহু ঘুরে, মিথ্যাবাদী মেয়ে। বোবা পরিবার, ফেমাস বউ, সন্দেহ, করোনা বিভীষিকা, যেমন কর্ম তেমন ফলে অভিনয় করেছেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সন্তান।