মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিভাগীয় প্রধানের কক্ষের এসি ব্যক্তিগত কক্ষে স্থাপন

আবু শামা, কুবি প্রতিনিধি: অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত না মেনে বিভাগীয় প্রধানের কক্ষের জন্য বরাদ্দ হওয়া শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) নিজের রুমে স্থাপনের অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ এমদাদুল হকের বিরুদ্ধে ।

জানা যায়, বিভাগীয় প্রধানের কক্ষে ইতোপূর্বে এসি স্থাপন থাকায় শিক্ষকরা বরাদ্দকৃত এসিটি শ্রেণীকক্ষে স্থাপনের পক্ষে মতামত দেন। কিন্তু মোঃএমদাদুল হক শিক্ষকদের মতামতকে গুরুত্ব না দিয়ে সেটি ব্যাক্তিগত কক্ষে স্থাপন করেন। যেখানে মোঃ এমদাদুল হক এবং সাবেক বিভাগীয় প্রধান ফেরদৌস জাহান বসেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক শিক্ষক। কিন্তু বর্তমান বিভাগীয় প্রধানের অসহিষ্ণু আচরণের কারণে তারা নাম প্রকাশ করতে রাজি হননি।

বিভাগ সূত্রে জানা যায়, সহযোগী অধ্যাপক ফেরদৌস জাহান বিভাগের প্রধান থাকাকালীন সময়ে Kelvinator ব্রান্ডের KSV-24 BDINV মডেলের একটি এসি বিভাগীয় প্রধানের রুমের জন্য বরাদ্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, ডিন, প্রাধ্যক্ষসহ বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তার কক্ষে ৩৫ লাখ ৪৬ হাজার ৫৪৪টাকা বাজেটে নতুন করে ২৭ টি দুই টন (এসির সক্ষমতা পরিমাপের একক) ও নয়টি ১ দশমিক ৫ টন করে মোট ৩৬ টি এসি লাগানো হয়েছে। এরমধ্যে ১৯টি বিভাগে ২১ টি এসি বিতরণ করা হয়েছে। যেখানে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগও অন্তর্ভুক্ত রয়েছে।

তবে মো. এমদাদুল হক বলছেন ভিন্ন কথা। বিভাগীয় প্রধানের কক্ষের জন্য বরাদ্দ হওয়া এসি নিজের রুমে স্থাপন করা যায় কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু বিভাগীয় প্রধানের কক্ষে আগে থেকেই এসি আছে এবং আমাদের সবগুলো শ্রেণিকক্ষেও আছে তাই আমি এটা নিজের রুমে স্থাপন করেছি। কিন্তু যদি আমাদের সেমিনার রুম থাকতো তাহলে অবশ্যই সেমিনার রুমে লাগানো হতো।

তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভাগটির ৩০২ নম্বর শ্রেণিকক্ষে এসি নেই। এছাড়াও অ্যাকাডেমিক কমিটির মিটিংয়ে কবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটাও জানেন না অধিকাংশ শিক্ষক।

বিভাগে অন্যান্য শিক্ষক থাকতে ঐ রুমেই কেন লাগালেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমরা সিনিয়রিটি বেসিসে লাগিয়েছি। ঐ কক্ষে আমরা দুইজনই সিনিয়র শিক্ষক। আমাদের অ্যকাডেমিক কমিটির মিটিং সবসময় হয় না। এটা অনেক আগের অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত ছিল যে, বিভাগে কোন ইলেকট্রনিক ডিভাইস দেওয়া হলে তা আগে সিনিয়র শিক্ষকরা পাবেন।

ইলেকট্রনিক ডিভাইস বিতরণের বিষয়টি একাডেমিক কমিটির মিটিং অনুযায়ী নথিভুক্ত আছে কিনা জানতে চাইলে তিনি প্রতিবেদকের উপর চড়াও হয়ে বলেন, আমি এসি কোথায় লাগাবো সেটা আপনার কাছে জবাবদিহি করতে হবে নাকি।

এ বিষয়ে বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, আমি বিষয়টি জানি না। এ ব্যাপারে আমি যদি কোন লিখিত অভিযোগ পাই তাহলে পরবর্তী পদক্ষেপ নিব।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ