
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দর সংলগ্ন নিশানবাড়িয়া মৌজায় ১০৫ একর জমির উপর নির্মান করা হবে দেশের প্রথম আন্তর্জাতিক মানের টেকসই জাহাজ নির্মান ও মেরামত কারখানা। ইতোমধ্যে রাবনাবাদ চ্যানেল ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় এসেছে। এটি নির্মাণ হলে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে, একইসাথে এ অঞ্চলের ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে । ২০২৩ থেকে ৩৩ সালের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন হবে। বৃহস্পতিবার দুপুরে পায়রাবন্দর সংলগ্ন মধুপুর ও নিশানবাড়িয়া মৌজায় প্রকল্প স্থান পরিদর্শন শেষে এসব কথা বলেন, শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা। এসময় তিনি জানান, মধুপুর ও ক্যারেলা থেকে শুরু হয়ে কোথাও জাহাজ মেরামতের কারখানা নাই। তাই এইখানে রিপিয়ারিং ইয়ার্ড নির্মাণ হলে শুধু বাংলাদেশ নয় ইউরোপ সহ বিভিন্ন দেশের জাহাজ এখানে মেররাত করা যাবে।