সোমবার, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কাঞ্চনপুরে আরও অনেক উন্নয়ন হবে : মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, কাঞ্চনপুরে অনেক উন্নয়ন করেছি, ভবিষ্যতেও আরও অনেক উন্নয়ন হবে। মা দুর্গার আশীর্বাদে আপনারা সকলে সুস্থ ও সুন্দর জীবনযাপন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী সকলকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানান।

মঙ্গলবার (৪ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাঞ্চনপুর পূজামণ্ডপ পরিদর্শন পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মোকতাদির চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, তাঁর হাতকে শক্তিশালী করার জন্য আমরা সকলে কাজ করছি। আপনারা আপনাদের বিচার, বুদ্ধি ও বিবেচনা অনুযায়ী চলবেন।

মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ