মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ ও জাসদ, দুজনেই জয়ের আশাবাদী

জিয়াউল হক (খোকন), নিজস্ব প্রতিবেদক: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর প্রার্থী। দু‘জনেই দুটি দলের জেলা কমিটির সভাপতি এবং ক্লিন ইমেজের মানুষ।

আগামী ১৭ অক্টোবর কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনের মধ্যে জেলা পরিষদ নির্বাচনকে নিয়ে অফিস ও হাটে-বাজারে, চায়ের স্টলে আলোচনা শুরু হয়েছে। ভোটার গণ হলেন সবাই জনপ্রতিনিধি ভোট রয়েছে জেলা উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে। প্রার্থীরা ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। জেলা উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝেও-আলোচনা চলছে।

বাংলাদেশ আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পত্র জমা দেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: সদর উদ্দিন খান। অপরদিকে ১৪ দল মহাজোটের অন্যতম শরীক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো: গোলাম মহাসীন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন। এবারে ৬ উপজেলায় মোট ভোট ৯৪২ জন।

উভয়ই নেতা ভোট সংগহে জোরে শোরে চালিয়ে যাচ্ছেন গণ সংযোগ। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলছেন যেহেতু অধিকাংশ ভোটার আওয়ামী লীগের সদস্য সেহেতু আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: সদর উদ্দিন খানের বিজয় অনেকটাই নিশ্চিৎ।

অপর দিকে জাসদের নেতা কর্মীরা বলছেন মিরপুর ও ভেড়ামারা জাসদের ঘাটি এলাকা। এখানে জাসদ প্রার্থী বেশী ভোট পাবেন। সেক্ষেত্রে জাসদ প্রার্থী নির্বাচিত হবেন তাতে কোন সন্দেহ নেই। তবে আগামী ১৭ অক্টোবর এ বিতর্কের অবসান হবে এমনটি বলছেন সাধারণ জনগন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ