মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

মোহাম্মদ মনিরুজ্জামান সাগর, আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, কসবা সার্কেল এর দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(তদন্ত) শ্রী সঞ্জয় কুমার সরকার এর সার্বিক সহযোগিতায় আখাউড়া থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মুহম্মদ মাহমুদ মঈন উদ্দিন ও সঙ্গীয় এএসআই মো. শাহজাহান সেখ সহ একটি টিম থানা এলাকায় অভিযান ডিউটি করা কালীন সময়ে ০৭/১০/২০২২ইং তারিখে রাত অনুমান ৩ ঘটিকার সময় আখাউড়া থানাধীন মোগড়া ইউপি এলাকা হইতে বিজ্ঞ আদালতের সিআর ১৮৪/২২(আখাউড়া) এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ১। রাশেদ মিয়া, পিতা-আবু ছায়েদ মিয়া স্থায়ী: গ্রাম- মোগড়া (নয়াদিল) , উপজেলা/থানা- আখাউড়া, জেলা –ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়।

আরেক অভিযানে আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মো. কামরুজ্জামান ও সঙ্গীয় এএসআই মো. ফিরোজ আহম্মেদ সহ ০৭/১০/২২ইং তারিখে বিকেল ৪ ঘটিকার সময় আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউপি এলাকা হইতে বিজ্ঞ আদালতের সিআর ১৫১/২০২০(আখাউড়া) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ২। সোহাগ মিয়া, পিতা-দুলাল মিয়া , সাং- দক্ষিন মিনারকোর্ট, ৩। সবুজ মিয়া, পিতা-দুলাল মিয়া, সাং- শিবনগর,উভয় থানা-আখাউড়া,জেলা- ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে গ্রেফতার করা হয়।

এদিকে আখাউড়া থানার এএসআই(নিরস্ত্র) মো. আজিজুর রহমান, সঙ্গীয় এএসআই(নিরস্ত্র) রনি বড়ুয়া ও ফোর্স সহ ০৭/১০/২২ইং তারিখে বিকাল ৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ দেবগ্রাম এলাকা হইতে বিজ্ঞ আদালতের সিআর ৪০/২০(আখাউড়া) এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ৪। রমিজ উদ্দিন, পিতা-মৃত জামাল উদ্দিন , ৫।পপি আক্তার (২২) পিতা-রমিজ উদ্দীন, ৬। লাভলী আক্তার(৩০) স্বামী- সুমন মিয়া, সর্ব সাং-দেবগ্রাম, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করা হয়।

অন্য এক অভিযানে আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মো. জাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ সহ ০৭/১০/২২ইং তারিখ ০৮.০৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ দূর্গাপুর এলাকা হইতে অপহরণ মামলার এজাহার নামীয় আসামী ৭। সোহেল প্রকাশ রানা(২১), পিতা-খায়রুল মিয়া, সাং- দূর্গাপুর (মধ্যপাড়া) , ৮। বাবু লস্কর (২৭), পিতা-তাহার লস্কর ,সাং- দূর্গাপুর, উভয় থানা- আখাউড়া, জেলা –ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করেন।

উল্লেখ্যে , মামলার বাদী তাসলিমা আক্তার (৩৬), স্বামী-মো. মাসুদুর রহমান, সাং-রেলওয়ে কুমারপাড়া কলোনী, আখাউড়া পৌরসভা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া জানান যে, তাহার মেয়ে ০৩/১০/২০২২ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন পৌরসভাস্থ, মসজিদ পাড়া নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাইভেট পড়তে আসার সময় উপরোক্ত আসামীগন তাহার মেয়ে ভিকটিম জান্নাতুল মাওয়া নিমনী (১৫) (ভিকটিম), পিতা-মোঃ মাসুদুর রহমানকে অপহরন করিয়া নিয়ে যায়। বাদীর উক্ত অভিযোগের ভিত্তিতে আখাউড়া থানার অফিসার ইনচার্জ সাহেব আখাউড়া থানার মামলা নং-০৮(১০)২২ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ রুজু করেন। পরবর্তীতে এসআই/মো. জাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকা সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করাকালে এজাহার নামীয় আসামী গ্রেফতার সহ উক্ত মামলার ভিকটিম জান্নাতুল মাওয়া নিমনীকে উদ্ধার করেন।

সবশেষ অভিযানে আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) নূপুর কুমার দাস ও সঙ্গীয় ফোর্সসহ ০৭/১০/২২ইং তারিখ ১০.০৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া উত্তর ইউপিস্থ কল্যানপুর এলাকা হইতে আখাউড়া থানার মামলা নং-০৬(১০)২২ইং এর এজাহার নামীয় পলাতক আসামী ৯। মো. উজ্জল মিয়া(৩৫) গ্রেফতার করা হয়েছে, পিতা-মৃত রহিজ মিয়া , সাং-কল্যানপুর, থানা-আখাউড়া, জেলা –ব্রাহ্মণবাড়িয়া।

অদ্যই উপরোক্ত গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এজাহার নামীয় পলাতক গ্রেফতার করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ