নিজস্ব প্রতিবেদক: ঢাকার গাবতলী বেড়িবাঁধ সিটি কলোনিতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকা -১৪ আসন অন্তর্গত ৯ নং ওয়ার্ড গাবতলী বেড়িবাঁধ সিটি কলোনিতে জননেতা মাইনুল হোসেন খান নিখিল ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে এসব সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন।
ক্ষতিগ্রস্তদের মাঝে নিজ হাতে খাবার বিতরণকালে মাটি ও মানুষের নেতা নিখিল বলেন, অসহায় মানুষের মাঝে খাবারের এ ব্যবস্থা অব্যাহত থাকবে। সিত্রাংয়ের প্রভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত আওয়ামী যুবলীগের এই উদ্যোগ চলবে। বিগতসময়ে প্রতিটা দূর্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মানুষের পাশে ছিলো এবং থাকবে।
এসময় আওয়ামীলীগ, সহযোগী সংগঠন এবং সিটি কলোনীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।