
শাহ ইমরান, জেলা প্রতিনিধি, কুমিল্লা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আনন্দর্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় কান্দিরপাড় পৌরমার্কেট থেকে আনন্দর্যালি শুরু করে কান্দিরপাড় মোড় হয়ে কুমিল্লা বিএনপি কার্যলায়ের সামনে এসে বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দর্যালি শেষ হয়।
এ সময় আনন্দর্যালিতে উপস্থিত ছিলেন, বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব, জেলা ছাত্রদলের ১ নং সহসভাপতি শরীফুল ইসলাম সওদাগর, সহসভাপতি নয়ন, মহানগর ছাত্র দলের যূগ্ন সাধারণ সম্পাদক জনি, যুগ্ম-সাধারণ সম্পাদক কালাম প্রমুখ।