বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজে পিঠা উৎসব

মোহাম্মদ রাসেল মিয়া কসবা (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের মাঠে পা ফেলার ফুরসত নেই। সবাই পিঠা খেতে ব্যস্ত। পাক্কন, পুলি, চিতই, পাটিসাপটা, ভাপা পিঠা–কী নেই এখানে!

আজ ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজে রবিবার (২৭ নভেম্বর) আয়োজন করা হয় পিঠা উৎসবের। সকাল আটটায় শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা একে একে উৎসবে উপস্থিত হন। বেলা ১০টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও আবৃত্তি পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীসহ আমন্ত্রিত শিল্পীরা। 

উৎসবে আসা বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. মনির হোসেন বলেন, ‘পিঠা উৎসব আমাদের ঐতিহ্য। এটি ধরে রাখার প্রয়াসকে আমি স্বাগত জানাই। এখানে এসে বেশ ভালো লাগল।’

ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পৌর মেয়র নায়ার কবির, সিভিল সার্জন মো. একরাম উল্লাহসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা এতে অংশ নেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ