মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী বাঘার পদ্মা নদীতে ভাঙ্গন রক্ষার ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী

আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বাঘা  ও চারঘাট  উপজেলায় পদ্মা নদীর বামতীরের স্থাপনাসমূহ নদী ভাঙ্গন হতে রক্ষা প্রকল্পের ড্রেজিং কাজের শুভ উদ্ভোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. শাহরিয়ার আলম এমপি।

শনিবার (৩ডিসেম্বর) দুপুর ১২টায় পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর পদ্মা নদীর বাঁধ সংলগ্ন স্থানে পানি উন্নয়ন বোর্ড রাজশাহী কর্তৃক আয়োজিত ড্রেজিং কাজের উদ্ভোধনী অনুষ্ঠানে মো. শফিকুল ইসলাম শেখ নির্বাহী প্রকৌশলী রাজশাহী পওর বিভাগ, বাপাউবো, রাজশাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী-৬ চারঘাট বাঘা আসনের সাংসদ আলহাজ্ব মো. শাহরিয়ার আলম এমপি।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ কবির সাদিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী,উত্তর পশ্চিমাঞ্চল, বাপাউবো রাজশাহীর মো. জহিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, রাজশাহী পওর সার্কেল বাপাউবো, রাজশাহীর মো. শফিকুল ইসলাম, চারঘাট উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মো. ফকরুল ইসলাম, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন সাজু, জেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টু।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু,অধ্যক্ষ নসিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক সামিউল আলম নয়ন সরকার, সেলিম আরিফ, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী সভাপতি চেয়ারম্যান ডি এম বাবুল দেউয়ান,সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক চেয়ারম্যান আজিজুল আজম চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান রবিউল ইসলাম, বাউসা ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান শফিক সহ বিভিন্ন ইউনিট থেকে আগত যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *