নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফসলি জমি নষ্ট করে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিন ও সরঞ্জামাদি জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে এগুলো জব্দ করা হয়।
নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে ফসলি জমি নষ্ট করে দীর্ঘদিন ধরে বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে দুইটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন একটি অসাধু চক্র।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পাশাপাশি ২ টি ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে কৃষি জমি থেকে বালু উত্তোলন করছিল এবং অনুমোদন ব্যতীত ফসলি জমিতে বালু ফেলে জমির শ্রেণি পরিবর্তন করছিল।
সোমবার (৫ ডিসেম্বর) অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসাইন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসাইন জানান, ড্রেজার মালিকরা পালিয়ে যান,এসময় সকল মালামাল জব্দ করা হয় এবং জব্দকৃত মেশিন ও সকল পাইপ অকেজো করা হয়।
জব্দকৃত মালামাল নবীনগর থানার জিম্মায় ও তত্ত্বাবধানে রাখা হয়।