বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শেখ মণির জন্মদিনে যুবলীগের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর যুবলীগের (উত্তর-দক্ষিণ) উদ্যোগে বিভিন্ন এলাকায় অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগে উদ্যোগে অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

শেখ মণির জন্মদিনে যুবলীগের শীতবস্ত্র বিতরণ। ছবি- সংগৃহীত

শেখ মণির জন্মদিনে যুবলীগের শীতবস্ত্র বিতরণ। ছবি- সংগৃহীত

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, যাকে উদ্দেশ্য করে আজকে এই অনুষ্ঠান তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, যুবলীগের প্রতিষ্ঠাতা, যুবসমাজের আইকন শহীদ শেখ ফজলুল হক মণি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিকে হত্যা করেছিল খুনি জিয়াউর রহমান। এই জিয়াউর রহমান একটি জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন সেটা হলো বিএনপি। ২০০১ সালে বিএনপি-জামাত ক্ষমতায় এসে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে। জিয়াউর রহমানের ছেলে হাওয়া ভবন বানিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে। ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে খুনি তারেক জিয়া সরাসরি জড়িত। যার প্রধান আসামী খুনি তারেক রহমান।

তিনি আরও বলেন, যারা মানুষ পুড়িয়ে মারে, অগ্নি-সন্ত্রাস করে তারাই আবার ১০ ডিসেম্বরের হুমকি দেয়। আমরা বলে দিতে চাই আগামী ১০ ডিসেম্বর যুবলীগ সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথেই থাকবে। কোথাও সাধারণ মানুষের উপর আঘাত বা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হলে তাঁর দাঁতভাঙ্গা জবাব দিবে যুবলীগ।

শেখ মণির জন্মদিনে যুবলীগের শীতবস্ত্র বিতরণ। ছবি- সংগৃহীত

শেখ মণির জন্মদিনে যুবলীগের শীতবস্ত্র বিতরণ। ছবি- সংগৃহীত

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহা: বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, উত্তরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, যুবলীগের উপ-ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, রাজু আহমেদ ভিপি মিরান, এবিএম আরিফ হোসেন, কেন্দ্রীয় সদস্য মাকসুদুর রহমানসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ